Friday, August 28, 2015

অকাল মৃত্যুর বিপর্যয়

একটি অকাল মৃত্যু একটি পরিবার কে নানা ধরনের বিপর্যয়ের সম্মুখিন করে।
মানসিক
 অকাল মৃত্যুতে বিধবা, এতিম সন্তানেরা এবং বৃদ্ধ পিতা-মাতা অসহায় অবস্থায় পতিত হয় ও তারা মানসিক শক্তি হারায়। নানা ধরনের বিপর্যয়কর পরিস্থি ও শুন্যতার সৃষ্টি হয় পরিবারটিতে।

আর্থিক
 অকাল মৃত্যুতে নিয়মিত আয়ের পথ রুদ্ধ ও বাধাগ্রস্থ হয়। জীবন যাত্রার মানে বিরাট পরিবর্তন আসে। যদি পর্যাপ্ত সঞ্চয় নাথাকে তবে জীবন নির্বাহ করা মৃতের পরিবারের জন্য এক মহা সংকট হয়ে দাড়ায়। 

এ পরিস্থিতিতে একটি জীবন বীমা (Life Insurance) পলিসিই হতেপারে পরিবারটির জন্য ছায়া সরুপ।
বিস্তারিতঃ-০১৭১২৯১১২0১

No comments:

Post a Comment